তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। হিন্দুস্তানের সামনে আর মাথা নত করা যাবে না।
বিবৃতিতে বিএনপি জানায়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক।
জাতীয় পার্টির অফিসের সামনে
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদ খান বলেন, আমরা যদি আমাদের নেতাকর্মীদের বলতাম তোমরা বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা ইটও থাকতো না। আমরা সেটি করি নাই। আমরা যদি আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিতাম, জিএম কাদের ও শামিম হায়দার পাটোয়ারীর অস্তিত্ব রাখা যাবে না, তারা কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো।